Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে ভেটেরিনারি দিবস পালিত
Monday, 29-April-2019 [03:41:53]
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেছেন, আমিষের প্রধান উৎস প্রাণিসম্পদের উন্নয়নে ভেটেরিনারিয়ানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গবাদি প্রাণিদের সঠিক সময়ে টিকা প্রদান করা জরুরী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৯ উপলক্ষ্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে ২৭ এপ্রিল বুধবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ। র‌্যালিটি পুরনো ভেটেরিনারি অবন থেকে শুরু করে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রফেসর মছ্লেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ সুলতান আহমেদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী। আরো উপস্থিত ছিলেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাঃ তরিকুল আলম, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার প্রমুখ। এবছর বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন প্রফেসর ডাঃ মোঃ কাওছার হোসেন। আালোচনাসভা শেষে প্রফেসর মছ্লেহ উদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতালে বিনামূল্যে গবাদিপ্রাণির টিকা ও চিকিৎসা প্রদান করা হয়। দুদিন ব্যাপি বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপনের দ্বিতীয় দিনে রবিবার টুলটিকর ইউনিয়নের মিরাপাড়ায় বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদান কর্মসূচীর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।