Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
Wednesday, 18-December-2019 [03:48:03]
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বাঙালি জাতির অহংকারের দিন মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার রাত ১২টা ১মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় বিজয় র‌্যালি। র‌্যালিটির নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু টৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্ফূর্তভাবে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদমিনারে এসে শেষ হয়। এরপর ১৯৭১ সালে নিহত ৩০ লক্ষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, হল প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

সকাল সাড়ে ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিশু কিশোরদের দৌড় প্রতিযোগিতা, ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের প্রীতি ভলিবল প্রতিযোগিতা, ছাত্রী-শিক্ষিকা ও নারী কর্মকর্তাদের প্রীতি পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। দুপুরে মুক্তিযুদ্ধে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়ার আয়োজন করে জাতীয় দিবস উদযাপন কমিটি। বিজয় দিবস উপলক্ষ্যে সমগ্র ক্যাম্পাসে লাল সবুজ বাতি দিয়ে আলোকসজ্জ্বা করা হয়েছে।