Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবির কীটতত্ত্ব বিভাগের ছাত্রের আন্তর্জাতিক পুরষ্কার লাভ
Saturday, 29-February-2020 [11:26:01]
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের এমএস ছাত্র মোঃ মেহেদী হাসান খাবার উপযোগী পোকা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছেন। ‘কেমিস্ট্রি ফর হেলথ্ অ্যান্ড ওয়েলফেয়ার’ শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন কেমিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিত সম্মেলনে ভোজ্য পোকার খাদ্য সম্ভাবতা ও উপযোগিতা বিষয়ক গবেষণার জন্য ‘বেস্ট পোস্টার’ প্রেজেন্টেশন পুরষ্কার লাভ করেন।

তাঁর গবেষণার বিষয় ছিলো বাংলাদেশের বন্য  লম্বা উরচুঙ্গা পোকায় মিনারেল এবং কীটনাশক অবশেষ মূল্যায়ন। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন কীটতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. ফুয়াদ মন্ডল। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিজানুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সাঈদ আলম প্রমুখ। সম্মেলনে ৮টি দেশের শতাধিক বিজ্ঞানী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এদিকে এমএস ছাত্র মোঃ মেহেদী হাসানের গবেষণার স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রাপ্তিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান অভিনন্দন জ্ঞাপন করেছেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে মোঃ মেহেদী হাসানকে সংবর্ধিত করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন কীটতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. ফুয়াদ মন্ডল।