Upcoming Conference/Events

Pages

News

News Details
জেল হত্যা দিবসে জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা
Tuesday, 03-November-2020 [12:29:35]
৩ নভেম্বর জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে মঙ্গলবার সকাল আটটায় সিকৃবি শহিদমিনারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। মুবিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহŸয়ক প্রফেসর ড. মোঃ আবদুল বাসেতের পরিচালনায় শহিদমিনারেই পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। আলোচনায় অংশ নেন শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ ও কর্মচারী পরিষদের নেতাবৃন্দ। উল্লেখ্য বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার বিপক্ষ শক্তির মদদে কিছু বিপথগামী সেনাসদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করার পর জাতীয় চারনেতাকেও জেল বন্দী করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এই চারনেতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক বন্ধুদের জেলখানায় নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়।