Upcoming Conference/Events

Pages

News

News Details
ভাষ্কর্য বিরোধীদের শাস্তির দাবিতে সিকৃবি অফিসারদের মানববন্ধন
Wednesday, 09-December-2020 [08:44:28]

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় শতাধিক কর্মকর্তা ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একাত্ম হোন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পর্যায়ের বিভিন্ন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বুধবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা: ফখর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, সিকৃবি অফিসার পরিষদের সভাপতি মো: আনিসুর রহমান, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি অসীম রঞ্জন রায়। কর্মকর্তাদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডা: আফরাদুল ইসলাম, মো: কামরুল হাসান, ডা: শিপলু রায়, মো: মামুন উদ্দিন প্রমুখ। কর্মচারী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরুক মিয়া। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার বলেন, সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় ও গ্রামে সরকারি খরচে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিচ্ছে বর্তমান সরকার। তবু মৌলবাদীদের আস্ফালন থামছে না। তিনি আরো বলেন, আজ যারা ভাস্কর্যের বিরোধিতা করছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের কোন হদিস পাওয়া যায়নি। তারা যুদ্ধে যায়নি, দেশের স্বাধীনতায় ও উন্নয়নে তাদের কোন অবদান নেই। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করছে, তখন পাকিস্তানি প্রেতাত্মারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। ভাইস চ্যান্সেলর ড. মতিয়ার সকলে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহŸান জানান। মানববন্ধন থেকে অন্যান্য বক্তারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করার দাবী জানিয়েছেন।