Upcoming Conference/Events

Pages

News

News Details
মৌলভীবাজারের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এগ্রোফরেস্ট্রি ফিল্ড ভিজিট সম্পন্ন
Sunday, 19-June-2022 [11:12:09]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বি.এস.সি এজি. (অনার্স) লেভেল ৩, সেমিষ্টার ১ শিক্ষার্থীদের মৌলভীবাজার জেলার আকবরপরের গিয়াসনগরে অবস্থিত আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) সোমবার একদিনব্যাপী ফিল্ড ভিজিট সম্পন্ন হয় । উক্ত ফিল্ড ভিজিটে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, ড. অসীম সিকদার, ড. ওমর শরীফ, ড. রানা রায় ও মিতালী দাশ এর তত্ত্বাবধানে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সফরে বাংলাদেশ কৃষি গবেষণা  ইনস্টিটিউটের আকবরপরে অবস্থিত আরএআরএস পরিদর্শন করা হয়। শুরুতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেন ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহা. শাহিনুজ্জামান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসনের মাদ্যমে আরএআরএস-এর কার্যক্রম, সিলেট অঞ্চলের কৃষির সমস্যা ও সম্ভবনা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।