Notice
মেধা তালিকা হতে ভর্তি: ০৪ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
Faculty Choice Result Check (click here)
ভর্তির সময় যে সব প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে সেগুলো হলো:
(ক) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সার্টিফিকেট
(খ) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল গ্রেড সীট
(গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র
(ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ৩ কপি ও ষ্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি
(ঙ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
(চ) সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক উপজাতি/ অ-উপজাতি প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে নিজ জেলার বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের মূলকপি
(ছ) মুক্তিযোদ্ধা কোটায় পরীক্ষার্থীদের ক্ষেত্রে সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধার মূল সনদপত্র
(জ) মুক্তিযোদ্ধা কোটায় পরীক্ষার্থীগণ মুক্তিযোদ্ধার সাথে পারিবারিক সম্পর্কের প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধার সনদপত্রে প্রদত্ত ঠিকানা ও স্থায়ী ঠিকানার মধ্যে গরমিল হলে তাদের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত প্রত্যয়নপত্র। উভয় প্রত্যয়নপত্রই জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা/মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হতে হবে
(ঝ) বিকেএসপি কোটায় উত্তীর্ণকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র
ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর জামানতের টা. ৫,৫০০.০০ (টাকা. পাঁচ হাজার পাঁচ শত) সহ মোট টা. ১৫,৮০০.০০ (টাকা. পনের হাজার আট শত) মাত্র জমা দিতে হবে এবং হল-এ ভর্তির জন্য জামানতের টা. ৫০০.০০ (টাকা পাঁচ শত) সহ মোট টা. ২,৫০০.০০ (টাকা. দুই হাজার পাঁচ শত) মাত্র জমা দিতে হবে। তবে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদে ভর্তির জন্য ইন্টার্ণশীপ ফি বাবদ অতিরিক্ত এককালীন টা. ৪,৫০০.০০ (টাকা. চার হাজার পাঁচ শত) মাত্র জমা দিতে হবে।
মেধা তালিকা হতে ভর্তির পর শূণ্য আসনের জন্য অপশন প্রদানকৃত পরীক্ষার্থীদের মোট নম্বরের ভিত্তিতে অনুষদ ভিত্তিক ফলাফল আগামী ০৬ ডিসেম্বর ২০১৮ সকাল ১১:০০ ঘটিকায় বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। আগামী ০৯ ডিসেম্বর ২০১৮ সকাল ৯:০০ ঘটিকা হতে অপেক্ষমান তালিকার ভতির্ কার্যক্রম শুরু হবে।