Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
জানুয়ারি-জুন ২০১৯ সেমিস্টারে এমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
Thursday 03-Jan-2019 [16:22:01]
জানুয়ারি-জুন ২০১৯ সেমিস্টারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ অন্তর্ভূক্ত এনাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি ও টক্সিকোলজি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, এপিডেমিওলজি ও পাবলিক হেলথ্, প্রাণী পুষ্টি, প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা, ডেয়রি বিজ্ঞান, পোল্ট্রি বিজ্ঞান, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন, প্যারাসাইটোলজি, প্যাথলজি, মেডিসিন, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগ, কৃষি অনুষদ অন্তর্ভূক্ত কৃষিতত্ত্ব ও হাওর কৃষি, মৃত্তিকা বিজ্ঞান, ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি, উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান, কীটতত্ত্ব, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান, কৃষি রসায়ন, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, মাৎস্যবিজ্ঞান অনুষদ অন্তর্ভূক্ত মাৎস্যচাষ, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব, মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা, জলজ সম্পদ ব্যবস্থাপনা, মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ, উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভূক্ত কৃষি অর্থনীতি ও পলিসি, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা, গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন, কৃষি পরিসংখ্যান, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ অন্তর্ভূক্ত এগ্রিকালচারাল কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কৃষি শক্তি ও যন্ত্র, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ অন্তর্ভুক্ত মলিকুলার বায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট ও এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, এনিম্যাল ও ফিশ বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস্ ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগসহ উল্লেখিত বিভাগসমূহে তিন (০৩) সেমিস্টার (১৮ মাস) মেয়াদী এমএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Attachment
1. ms_admission_jan_jun_2019.pdf
Attachment [ PDF version ] ::  ms_admission_jan_jun_2019.pdf    Download
Important Notice