Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিভিএম রজত জয়ন্তী-২০১৯ আগামী ৩০ মার্চ ২০১৯
Tuesday 19-Feb-2019 [21:50:24]

Registration Link [click here]


 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এর ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিভিএম রজত জয়ন্তী-২০১৯ আগামী ৩০ মার্চ ২০১৯ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

উক্ত ডিভিএম রজত জয়ন্তী-২০১৯ অনুষ্ঠানে সিলেট সরকারী ভেটেরিনারি কলেজ এবং সিলেট কৃষি বিশ^বিদ্যালয় এর ভেটেরিনারি এনিম্যাল এবং বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ১ম ব্যাচ হতে ২৫ তম ব্যাচ পর্যন্ত সকল ছাত্র/ছাত্রী, ফ্যাকাল্টির সকল শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহন করতে পারবেন।

 

অনলাইন রেজিস্ট্রেশন : ১৯ ফেব্রুয়ারী ২০১৯ হতে ১২ মার্চ ২০১৯ রাত ১২.০০ টা পর্যন্ত।

মোবাইল ব্যাংকিং (Rocket) এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

 

রেজিস্ট্রেশন ফি :

১ম ব্যাচ থেকে ১৯তম ব্যাচ : ১২০০/= (এক হাজার দুইশত টাকা)

২০ তম ব্যাচ থেকে ২৫তম ব্যাচ : ৬০০/= (ছয়শত টাকা)

ফ্যাকাল্টি শিক্ষক  : ২৫০০/= (দুই হাজার পাঁচশত টাকা)

ফ্যাকাল্টি কর্মকর্তা : ১০০০/= (এক হাজার টাকা)

ফ্যাকাল্টি কর্মচারী : ৬০০/= (ছয়শত টাকা)

প্রতিক্ষেত্রে স্ত্রী/সন্তান/ অন্যান্য : ৬০০/= (ছয়শত টাকা) প্রতিজন ।

 

 

 

আবাসন রেজিস্ট্রেশন ফি এর অন্তর্ভুক্ত নহে

 

আবাসনের জন্য যোগাযোগ :

ডাঃ রিয়েল দত্ত, সহকারী অধ্যাপক : ০১৯০৫-৬০৬৫৭৮

ডাঃ অপূর্ব কুমার মন্ডল, প্রভাষক : ০১৭২২-৭২৭১২২

 

রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী প্রয়োজনে যোগাযোগ :

ডাঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক : ০১৭১৭৪৬৮৫৪৫

ডাঃ আসমাউল হুসনা, প্রভাষক : ০১৬৭২৪৭৩৩৬৯

মোঃ শহিদুল ইসলাম (শহিদ), সেকশন অফিসার : ০১৭১১-৩০২০৮৯

Attachment
1. DVM-25-online-registration-Notice.pdf
Attachment [ PDF version ] ::  DVM-25-online-registration-Notice.pdf    Download
Important Notice