Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি ২৬-০৫-২০১৯ হতে ১৩-০৬-২০১৯ তারিখ পর্যন্ত
Thursday 23-May-2019 [10:13:33]

এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুমাতুল বিদা, পবিত্র শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৬-০৫-২০১৯ হতে ১৩-০৬-২০১৯ তারিখ পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

 

তবে জরুরি সেবাসমূহ যথা: হেল্থ কেয়ার সেন্টার, বিদ্যুŤ, গ্যাস, পানি সরবরাহ, প্রিভেন্টিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম কর্মচারী দ্বারা চালু থাকবে।

Attachment
1. notice-for-eid-vacation-2019.pdf
Attachment [ PDF version ] ::  notice-for-eid-vacation-2019.pdf    Download
Important Notice