Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
স্নাতক কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এ গুচ্ছ পদ্ধতির আওতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্দেশাবলী (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ)
Sunday 08-Dec-2019 [18:29:56]
ভর্তির জন্য সুযোগ প্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষায় অংশ গ্রহণের পর নি¤œলিখিত সকল প্রয়োজনীয় জমা দিতে হবে।
১। শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এস.এস.সি. এবং এইচ.এস.সি. বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সার্টিফিকেট।
২। শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এস.এস.সি. এবং এইচ.এস.সি. বা সমমানের পরীক্ষার মূল গ্রেড সীট।
৩। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র।
৪। জন্ম নিবন্ধন সনদ (ছায়ালিপি)।
৫। ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র।
৬। সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক উপজাতি/অ-উপজাতি প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়ন পত্র।
৭। মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে তাদের পিতা/মাতার অনুকূলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়/সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধার মূল সনদপত্র,এছাড়াও  মুক্তিযোদ্ধার কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার সাথে পারিবারিক সম্পর্কের প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধা সনদপক্রে প্রদত্ত ঠিকানা ও স্থায়ী ঠিকানার মধ্যে গড়মিল হলে তাদের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত  প্রত্যয়ন পত্র।
৮। হেল্থ কেয়ার সেন্টার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট।
৯। অনলাইন পুরণকৃত ভর্তি ফরম প্রিন্ট করে নিয়ে আসতে হবে।
১০। সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ০৩ কপি ও স্ট্যাম্প সাইজের ০২ কপি ছবি।
১১। কৃষি/মাৎস্যবিজ্ঞান/কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা/কৃষি প্রকৌশল ও কারিগরি/  বায়োটেকনোলজি অ্যান্ড
      জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে (ভর্তি সংক্রান্ত ফি এবং হল ফি সংক্রান্ত ফি =১৮,৩০০.০০ টাকা) এবং 
      (ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে এর ভর্তি সংক্রান্ত ফি এবং হল ফি এবং
      ইন্টার্ণশীফ ফি বাবদ =২২,৮০০.০০) টাকা।
 

১২। রক্তের গ্রæপ। (যদি জানা থাকে)
Attachment
1. admission-process-sau-2020.pdf
Attachment [ PDF version ] ::  admission-process-sau-2020.pdf    Download
2. important-dates-c2020.pdf
Attachment [ PDF version ] ::  important-dates-c2020.pdf    Download
3. Admission-instruction-c2020.pdf
Attachment [ PDF version ] ::  Admission-instruction-c2020.pdf    Download
Important Notice