এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে, করোনা ভাইরাস আতঙ্ক নিরসন, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে উদ্বুদ্ধকরণ ও সচেতন করার লক্ষ্যে আগামী ২২ মার্চ ২০২০ হতে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত নিজ বাসা/বাড়িতে অবস্থানের অনুমতি প্রদান করা হলো।
১। জরুরি প্রয়োজনে যেকোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করতে পারবেন না।
২। জরুরি সেবাসমূহ- অর্থ ও হিসাব, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস, প্রকৌশল শাখা, হেলথ কেয়ার সেন্টার, বিদ্যুৎ-গ্যাস-পানি সরবরাহ, প্রিভেন্টিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম জনবল দ্বারা চালু থাকবে।
স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হলো।