Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
বর্তমানে কর্মস্থলের (সিলেট জেলা) বাইরে অবস্থান করছেন, তাদেরকে যথাশীঘ্র কর্মস্থলে প্রত্যাবর্তন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
Friday 29-May-2020 [13:45:04]

জরুরি বিজ্ঞপ্তি

এতদ্বারা সংশ্লিষ্টদের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বর্তমানে কর্মস্থলের (সিলেট জেলা) বাইরে অবস্থান করছেন, তাদেরকে যথাশীঘ্র কর্মস্থলে প্রত্যাবর্তনের জন্য বলা হলো। কর্মস্থলে প্রত্যাবর্তনপূর্বক অবশ্যই ১৪ (চৌদ্দ) দিনের হোম কোয়ারেন্টিন অবস্থান ও কোভিড-১৯ রোগ থেকে মুক্ত নিশ্চিতে শরীরের নমুনা স্থানীয় সরকারি হাসপাতালে প্রদান এবং প্রাপ্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে জমাদানের জন্য অনুরোধ করা হলো।

 

ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে,

 

(মো. বদরুল ইসলাম)

রেজিস্ট্রার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।

Attachment
1. Notice 28.05_.20_M2_.pdf
Attachment [ PDF version ] ::  Notice 28.05_.20_M2_.pdf    Download
Important Notice