Notice
তারিখ ও বার |
সময় |
অনুষ্ঠানসূচি |
ব্যবস্থাপনায় |
স্থান |
সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ |
সকাল ৯:০০মি. |
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ এবং মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাণী প্রচার |
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর |
সকল অফিস ও আবাসিক হল |
মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ (শহিদ বুদ্ধিজীবী দিবস) |
সূর্যোদয়ের সাথে সাথে |
জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
সকল অফিস ও আবাসিক হল
|
|
সকাল ৯:৩০ মি. |
কালো ব্যাজ ধারণ ও শোক র্যালী |
জাতীয় দিবস উদযাপন কমিটি |
প্রশাসন ভবনের সম্মুখ হতে |
|
সকাল ১০:০০ মি. |
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ |
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি |
কেন্দ্রীয় শহিদ মিনার |
|
দুপুর ১:৩০ মি. |
(বাদ জোহর) শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত |
মসজিদ কমিটি |
কেন্দ্রীয় মসজিদ |
|
দুপুর ২:০০ মি. |
শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা |
পূজা উদযাপন কমিটি |
স্থানীয় মন্দির |
|
বিকাল ৪:২০ |
(বাদ আছর) শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল |
মসজিদ কমিটি |
কেন্দ্রীয় মসজিদ |
|
সূর্যাস্তের সাথে সাথে |
জাতীয় পতাকা ও কালো পতাকা অবনমন |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
সকল অফিস ও আবাসিক হল |
বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ |
বিকাল ৫:১৫ মি. |
আলোকসজ্জা |
প্রকৌশল শাখা |
প্রশাসন ভবন, টি এস সি বিল্ডিং,বঙ্গবন্ধু ম্যুরাল, কেন্দ্রীয় শহিদ মিনার এবং ১নং গেইট হতে ২নং গেইট পর্যন্ত |
বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবস)
|
সূর্যোদয়ের সাথে সাথে |
জাতীয় পতাকা উত্তোলন |
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |
সকল অফিস ও আবাসিক হল
|
|
সকাল ৯:০০ মি. |
বিজয় র্যালি |
জাতীয় দিবস উদযাপন কমিটি |
প্রশাসন ভবনের সম্মূখ হতে |
|
সকাল ৯:৩০ মি. |
পুষ্পস্তবক অর্পণ |
জাতীয় দিবস উদযাপন কমিটি |
কেন্দ্রীয় শহিদ মিনার |
|
সকাল ১০.০০ মি. |
শিশু কিশোরদের দৌঁড় প্রতিযোগিতা এবং ও পুরস্কার বিতরণ |
শরীরচর্চা শিক্ষা বিভাগ |
বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন খেলার মাঠ |
|
সকাল ১০:৩০ মি |
শিক্ষার্থী/শিক্ষক /কর্মকর্তা/কর্মচারীদের প্রীতি ভলিবল এবং মহিলা শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের প্রীতি পিলো পাসিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ |
শরীর চর্চা শিক্ষা বিভাগ |
বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন খেলার মাঠ |
|
সন্ধ্যা ৬:০০ মি. |
মহান বিজয়দিবস উপলক্ষে সাংস্কৃতিক উপস্থাপনা |
মেট্রোনম ব্যান্ড |
টিএসসি ভবনের সম্মূখ |
বি: দ্র: সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।