Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
কোভিড-১৯ সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ক্লাস ও অফিস সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Saturday 22-Jan-2022 [22:27:16]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে, কোভিড-১৯ এর বিস্তাররোধ কল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তর, ৭ মাঘ, ১৪২৮/ ২১ জানুয়ারি, ২০২২ তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১-১৪১ নম্বর পত্রে জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে-

১) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান আগামী ২১ জানুয়ারি ২০২২ তারিখ শুক্রবার থেকে ৬ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে পাঠদানকার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীর পারস্পারিক সহযোগিতায় অব্যাহত থাকবে। 
২)  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ৯:০০ ঘটিকা থেকে বেলা ২:০০ ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে। 
৩)  জরুরি পরিষেবাসমূহ যথা: বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, চিকিৎসাসেবা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি যথারীতি চালু থাকবে। 
৪) শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 
৫)  দাপ্তরিক প্রয়োজন ব্যতিত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হলো। 
৬)  ক্যাম্পাসে সভা, সমাবেশ ও জনসমাগম এরূপ কোন অনুষ্ঠান আয়োজন করা যাবে না। 

Attachment
1. Notice_21.01_.2022_.pdf
Attachment [ PDF version ] ::  Notice_21.01_.2022_.pdf    Download
Important Notice