সরকারি "মেধা ও সাধারণ" বোর্ড বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Thursday 07-Apr-2022 [13:35:47]
এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বিভিন্ন অনুষদের অধ্যয়নরত সরকারি "মেধা ও সাধারণ" বোর্ড বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা কর্তৃক নির্দেশনা মোতাবেক এতদসঙ্গে সংযুক্ত ছক মোতাবেক তথ্যাদি আগামী ২০-১২-২০২২ তারিখের মধ্যে পূরণপূর্বক রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখায় (কক্ষ নং-৩০৪) জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।