Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
লেভেল-১, সেমিস্টার-১, সেশন: ২০২১-২০২২ এর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
Sunday 06-Nov-2022 [09:11:04]

লেভেল-১, সেমিস্টার-১, সেশন: ২০২১-২০২২ এর ভর্তি কার্যক্রম 

ভর্তির সময়ঃ সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত

তারিখ: ০৮-১১-২০২২ হতে ১০-১১-২০২২ তারিখ পর্যন্ত


ভর্তি সম্পন্ন করতে করনীয় ধাপসমূহঃ

সংশ্লিষ্ট অনুষদ -----> হেলথ কেয়ার সেন্টার, সিকৃবি -----> সংশ্লিষ্ট হল প্রভোস্ট

পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) ----> রূপালী ব্যাংক লিঃ, সিকৃবি শাখা -----> সংশ্লিষ্ট অনুষদ


১। শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এস.এস.সি. এবং এইচ.এস.সি. বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদ।

২। শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এস.এস.সি. এবং এইচ.এস.সি. বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র।

৩। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র।

৪। জন্ম নিবন্ধন সনদ (ছায়ালিপি)।

৫। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।  

৬। সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক মুক্তিযোদ্ধা/উপজাতি (পার্বত্য চট্টগ্রাম/উপজাতি পার্বত্য চট্টগ্রাম ব্যতীত/বিকেএসপি/ কোটা সনদ (কোটার ক্ষেত্রে ভর্তিকৃতদের জন্য) প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে সংশ্লিষ্ট প্রত্যয়নপত্র)।

৭। মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত সনদ। মুক্তিযোদ্ধা নাতি/নাতনিদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা অমুক পুত্র/কন্যার সন্তান এ বিষয়ে সুনিদিষ্ট উল্লেখ পূর্বক সনদ।

৮। হেলথ কেয়ার সেন্টার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট।

৯। রেজিস্ট্রেশন ফরম (শিক্ষার্থী কর্তৃক স্ব-হস্তে ও সঠিকভাবে পূরণকৃত)।

১০। সদ্যতোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ০৩ কপি ও স্ট্যাম্প সাইজের ০২ কপি ছবি।

১১। ভর্তি সংক্রান্ত ফি।

ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভর্তিচ্ছুদের পূর্বে জমাকৃত ১০,০০০ টাকার রশিদ এর সাথে আরো ১২,৮০০ (বারো হাজার আটশত) টাকা রূপালী ব্যাংক লিঃ সিকৃবি শাখায় জমা দেয়ার রশিদ ভর্তির সময় প্রদান করতে হবে। এছাড়া অন্যান্য অনুষদের কৃষি/মাৎস্যবিজ্ঞান/কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা/কৃষি প্রকৌশল ও প্রযুক্তি/বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ) এর ক্ষেত্রে ভর্তিচ্ছুদের পূর্বে জমাকৃত ১০,০০০ টাকার রশিদ এর সাথে আরো ৮৩০০ (আট হাজার তিনশত) টাকা রূপালী ব্যাংক লিঃ সিকৃবি শাখায় জমা দেয়ার রশিদ ভর্তির সময় প্রদান করতে হবে।

১২। রক্তের গ্রæ



প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান

আহবায়ক, ডিন কাউন্সিল ও

আহবায়ক ভর্তি পরীক্ষা কমিটি-২০২২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট

Attachment
1. notice-admission-test-2022-06112022_updated.pdf
Attachment [ PDF version ] ::  notice-admission-test-2022-06112022_updated.pdf    Download
Important Notice