Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
১ম সমাবর্তন অনুষ্ঠান আগামী ৪ ফেব্রুয়ারি ২০১৮ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
Tuesday 19-Dec-2017 [01:06:52]
প্রয়োজনীয় তথ্যসমূহ:
  • ১ম সমাবর্তন অনুষ্ঠান আগামী ৪ ফেব্রুয়ারি ২০১৮ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
  • সমাবর্তন অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক/মাস্টার্স/পিএইচডি সম্পন্নকারী গ্র্যাজুয়েটগণ অংশগ্রহণ করতে পারবেন।
  • অনলাইন রেজিস্ট্রেশন: ২৫ ডিসেম্বর ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০১৭ রাত ১২.০০ টা পর্যন্ত।
  • মোবাইল ব্যাঙ্কিং (SureCash/ Rocket) এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফি: ২০০০ টাকা।সার্টিফিকেট ফি: স্নাতক ৮০০ টাকা, মাস্টার্স ১২০০ টাকা, পিএইচডি ২০০০।
  • ইতোপূর্বে যারা রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা জমা দিয়েছেন তাঁদেরকে শুধুমাত্র সার্টিফিকেট ফি জমা দিতে হবে।
  • ইতোপূর্বে যারা রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা জমা দিয়েছেন তাঁদেরকে স্নাতক সার্টিফিকেট ফি বাবত ৩০০ টাকা জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে মাস্টার্স এর সার্টিফিকেট ফি বাবদ ১২০০ টাকা দিতে হবে।
  • সার্টিফিকেট ফি ব্যাতীত শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না।
  • আবাসন রেজিস্ট্রেশন ফি এর অন্তর্ভুক্ত নহে।
  • সমাবর্তন অনুষ্ঠানের সময়সূচি যথাসময়ে এসএমএস, ওয়েবসাইট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানানো হবে।
  • ইতোপূর্বে রেজিস্ট্রিকৃতদের নামের তালিকা এবং পূর্বে প্রদানকৃত টাকার পরিমান ২৫ ডিসেম্বরের পূর্বেই ওয়েবসাইটে প্রদর্শিত হবে।


ইতোপূর্বে রেজিস্ট্রিকৃতদের নামের তালিকা


Online Registration Link

Attachment
1. sau_convocation_registration_process_v1.pdf
Attachment [ PDF version ] ::  sau_convocation_registration_process_v1.pdf    Download
2. registered-students-list-previous.pdf
Attachment [ PDF version ] ::  registered-students-list-previous.pdf    Download
Important Notice