Upcoming Conference/Events

Pages

News

News Details
বঙ্গবন্ধুর ভাস্কর্য নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিকৃবিতে মানবন্ধন
Wednesday, 09-December-2020 [11:21:30]

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিকৃবির প্রশাসন ভবনের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের উদ্যোগে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন। গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ দেবনাথের সঞ্চলনায় ও সংগঠনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মিটু চৌধুরী, প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, প্রক্টর ড. মোঃ সোহেল মিঞা, ফিজিওলোজি বিভাগের শিক্ষক ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ শিক্ষক নেতাবৃন্দ। বক্তারা বলেন, আউল বাউলের দেশ বাংলাদেশে এখানে মৌলবাদীদের স্থান নেই। তাঁরা সকল মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান। ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন এক ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এরই প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ প্রতিক্রিয়া চলছে।