সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাছের প্যারাসাইটোলজি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। কোরিয়ার আন্তর্জাতিক প্যারাসাইট রিসোর্স ব্যাংকের গবেষক ড. ডংমিন লি এবং কোরিয়ার চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ড. ইউসেল ক্যাং এর পরিচালনায়, এবং মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ ও বাংলাদেশের প্যারাসাইট রিসোর্স ব্যাংকের তত্ত¡াবধানে এই কর্মশালাটি সম্পন্ন হয়। কর্মশালায় “কালেকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অব ফিশ প্যারাসাইট” বিষয়ের উপর আলোচনা হয়। খ্যাতিমান এই দুই কোরিয়ান গবেষক ছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম। সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক নাথের সঞ্চালনায় কর্মশালাটির সভাপতিত্ত¡ করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড।