Upcoming Conference/Events

Pages

News

News Details
কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত
Monday, 13-June-2022 [01:31:54]
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’তে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ পালিত হয়েছে।  রবিবার (৫জুন’২২) সকালে সিকৃবি ক্যাম্পাসে এ উপলক্ষ্যে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী  ও বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজিত হয়। এতে সিকৃবি  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. এম. আসাদ-উদ-দৌলা, কৃষি অর্থনীতি ও ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ আলমগীর, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড মো. সামিউল আহসান তালুকদার, উদযাপন কমিটির আহŸায়ক প্রফেসর ড. মো. শরাফ উদ্দিন, সদস্য-সচিব ড. অসীম সিকদার, বিভাগীয় শিক্ষক ড. ওমর শরীফ, মিতালী দাশ, প্রক্টরিয়াল বডি, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, কৃষি অনুষদ ছাত্র সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন কমিটির সদস্য-সচিব ড. অসীম সিকদারের সঞ্চালনায় ও কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. শারফ উদ্দিন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করা জরুরী। আমাদের সকল কাজ এমনভাবে করতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। পরে কৃষি বনায়ন নার্সারির সামনে নিমের চারা রোপন করা হয়। উল্লেখ্য, এবার দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘একটাই পৃথিবী’ এবং মূল আয়োজক দেশ ছিল সুইডেন।