Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবি বার্ষিক প্রতিবেদন ২০২১ প্রকাশিত
Thursday, 29-September-2022 [09:34:07]
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২১ প্রকাশিত হয়েছে। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত্বাবধানে ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। সম্পাদনা পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, সিকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অসীম রনজন্ রায়, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, শরীরচর্চা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিয়া, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ডাঃ সুমন তালুকদার ও খলিলুর রহমান ফয়সাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মাহফুজুর রব, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. তরিকুল ইসলাম প্রমুখ। ভাইস-চ্যান্সেলর ড. মতিয়ার প্রতিবেদন প্রকাশের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য প্রতিবেদনটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের তথ্য, শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ, সেমিনার ওয়ার্কশপ ও সম্মাননার খবর এবং ২০২১ সালের প্রকাশিত বৈজ্ঞানিক জার্নালের তালিকা ছাপা হয়েছে। প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে বলে আলোচকবৃন্দ জানিয়েছেন।