Upcoming Conference/Events

Pages

News

News Details
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সিকৃবি উপাচার্যের শ্রদ্ধাজ্ঞাপন
Tuesday, 29-November-2022 [09:11:59]

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জাতির জনকের সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের সময় উপাচার্যের সাথে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, অফিসার পরিষদ, গণতান্ত্রিক অফিসার পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।


শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত সবাই ১৫ আগস্ট নিহত জাতির জনকের পরিবারের সকলের রুহের শান্তি কামনা করেন৷ এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাসহ শেখ পরিবারের সুস্বাস্থ্য কামনা করা হয়৷ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নেও দোয়া করা হয়েছে।