Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্টিত
Tuesday, 28-February-2023 [03:02:02]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সকাল ন’টা থেকে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আয়োজনে এবং সিকৃবির ইন্সস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ্ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান এবং আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক নাসির উদ্দিন আহমেদ। 


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়াও উল্লেখিত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলরবৃন্দ, ট্রেজারারবৃন্দ, রেজিস্ট্রারবৃন্দসহ সিলেট বিভাগের বিভিন্ন প্রতিথযশা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এই কর্মশালায় অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। এসময় “কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন ইন হাইয়ার এডুকেশন” এর উপর বক্তব্য রাখেন প্রফেসর ড. এস.এম. কবির এবং “বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)” বিষয়ে বক্তব্য রাখেন প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।