Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা
Sunday, 05-March-2023 [03:03:46]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শনিবার বিজ্ঞানীদের মেলা বসেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) এর তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের সমাপ্ত বৈজ্ঞানিক প্রকল্পসমূহের ফলাফল উপস্থাপনের জন্য “এনুয়াল রিসার্চ রিভিও ওয়ার্কশপ” শিরোনামে এই কর্মশালার উদ্বোধন হয়। ৪ মার্চ সকাল ৯টায় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই বৈজ্ঞানিক কর্মশালার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাউরেসের পরিচালক প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, সঞ্চালনা করেছেন রিসার্চ ডিভিশনের সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলাম। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন অনুষদে প্রযুক্তিগত অধিবেশন (টেকনিক্যাল সেশন) অনুষ্ঠিত হয়। একজন চেয়ারম্যান ও একজন মডারেটরের পরিচালনায় সেসব সেশনে ক্যাম্পাসের বিভিন্ন গবেষক তাঁদের বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্ট উপস্থাপন করেন। ইউজিসি, সাউরেস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং ব্যনবেইসের অর্থায়নে পরিচালিত ২০২১-২০২২ অর্থবছওে সম্পন্ন ৬১টি গবেষণা প্রবন্ধ ৩টি ভেন্যুতে দিনব্যাপি প্রকল্প-পরিচালকবৃন্দ উপস্থাপন করেন।