Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
Sunday, 18-June-2023 [10:06:37]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার সকাল ১১টায় সিন্ডিকেটের ৪২তম সভাটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নূরুল ইসলাম নাহিদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগের কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম এবং সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান। সিন্ডিকেট সভায় অনলাইনে যুক্ত হয়েছেন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম, মৌলভীবাজার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুস শহীদ, বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এ কে এম আফতাব হোসেন প্রামানিক, শিক্ষা মন্ত্রনালয়ের আরেক অতিরিক্ত সচিব (মাধ্যমিক ২) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। সিকৃবির রেজিস্ট্রার ও সিন্ডেকেটের সচিব মোঃ বদরুল ইসলাম এ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং সঞ্চালনা করেন। ৪২তম সিন্ডিকেট অধিবেশনে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য সিন্ডিকেটকে অবহিত করা হয়।