Upcoming Conference/Events

Pages

News

News Details
৮ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সভা করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
Thursday, 13-July-2023 [10:07:22]

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ সভা করেছেন। সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, ১৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয় সম‚হের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বাস্তবায়ন ও কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নির্ধারনের জন্য এই সভাটি অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ‚ঞা। সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তোফায়েল আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. অলোক কুমার পাল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সস্ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবদুল বাসেত।


সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মোশারফ হোসেন সরকার, আইসিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, পরিষদ শাখার উপ-পরিচালক ড. সালাহ উদ্দীন আহমদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর এ এমএম শাসুজ্জামান।


এই সভা থেকে কয়েকটি গুরুত্বপ‚র্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার্থীরা যেসকল কেন্দ্রে প্রথম পছন্দ হিসেবে পরীক্ষার আবেদন করেছে, বেশিরভাগ সেসকল কেন্দ্রেই পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছে। 


উল্লেখ্য কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা এবার ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় আটটি বিশ্ববিদ্যালয়ে মোট তিন হাজার ৫৪৮টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়বে ২২.৮৯ জন শিক্ষার্থী। এবার চতুর্থ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, ১০ জুলাই রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত ৮৪০৫১ টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট আবেদন ফি পরিশোধ করেছে মোট ৮১২১৯ জন। সেই হিসেবে গতবারের চেয়ে এবার ২০৭২ টি আবেদন বেড়েছে।