Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার বিতরণ
Thursday, 31-August-2023 [01:08:03]

স্বীয় কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট বুধবার কেন্দ্রীয় মিলনায়তনে ১ জন শিক্ষক. ১ জন কর্মকর্তা ও ১ কর্মচারীকে এই পুরষ্কার প্রদান করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। ২০২৩ সালে শুদ্ধাচার পুরস্কার পেলেন প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক নাথ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস্ বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ রোশন আলী এবং একোয়াটিক রিসোর্স ম্যানেজম্যান্ট বিভাগের ইস্যু কাম ডেসপাস সহকারী মোঃ জসিম আহমদ তপাদার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, শুদ্ধাচার পুরস্কার বাদেও আরো ৯ জন শিক্ষক, ৫ জন কর্মকর্তা এবং ৫ জন কর্মচারীকে ভাইস চ্যান্সেলর কর্তৃক বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষকদের বিশেষ সম্মাননা পেলেন প্রফেসর ড. মোঃ শাহজাহান মজুমদার, প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিন, প্রফেসর ড. এম এম মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূইয়া, প্রফেসর ড. চন্দ্র কান্ত দাশ, ড. শামীমা নাসরীন, ড. পার্থ প্রতীম বর্মন, মোঃ হাফিজুর রহমান এবং তাবিয়া বিনতে শান। কর্মকর্তাদের মধ্যে পুরষ্কার পেলেন ডাঃ অসীম রন্জন রায়, মোহাঃ আব্দুল কাদের জিলানী, সায়িদা রেহানা, ড. সালাহ্ উদ্দীন আহমদ এবং মনিরুজ্জামান। কর্মচারীদের মধ্যে ভাইস-চ্যান্সেলর পুরস্কার পেলেন শরীফ হোসেন, মোঃ আবুল ফজল, সহদেব চৌধুরী, মোঃ শাহজাহান ফরাজী এবং কৃষ্ণ চৌধুরী। এছাড়াও ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রেডওয়ার্ক প্যাটেন্ট অর্জন করার জন্য একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল কবিরকে গোল্ড মেডেল পরিয়ে দেয়া হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের বাস্তবায়নে মূলত এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. রানা রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, মোঃ বদরুল ইসলাম, প্রফেসর ড. মনিরুল ইসলাম, ড. মোঃ ইকবাল হোসেন প্রমুখ।  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, “শুদ্ধাচার পুরস্কার যারা পেলেন তাঁদের কারণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচিতি লাভ করেছে।” তিনি স্ব স্ব ক্ষেত্রে সকল স্টেক-হোল্ডারদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠানের শেষে সম্প্রতি শেষ হওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার সফল ভাবে নেতৃত্ব দেয়ার জন্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ জামাল উদ্দিন ভূঞাকে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। শুদ্ধাচার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেছেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মুহাম্মদ আতিকুজ্জামান।