News
বর্তমান শতাব্দীতে লাইব্রেরিগুলো আর মান্ধাতা আমলের নিয়ম দিয়ে চলছে না। দ্রæত পরিবর্তনশীল বিশ্বে যুগের সাথে তাল মিলিয়ে, অবাধ তথ্য প্রবাহের প্রয়োজনীয়তায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) লাইব্রেরিতে যুক্ত হয়ে ই-রিসোর্সেস সেন্টার। ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারে এই ই-রিসোর্সেস সেন্টার উদ্বোধন করেছেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। তথ্য ও যোগাযোগ উন্নয়নে এবং জ্ঞান অনুসন্ধানকারীদেও সর্বোচ্চ সুবিধা দিতে এই ই-রিসোর্সেস সেন্টার এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ আলমগীর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং আইসিটি দপ্তরের পরিচালক প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
নতুন প্রযুক্তি বরাবরই আগ্রহের বিষয়। লাইব্রেরি পরিষেবার গুণগত মান উন্নয়ন এবং বই জার্নালসহ বিভিন্ন সংগ্রহশালাকে আরো সহজীকরণ করতে সিকৃবির ই-রিসোর্সেস সেন্টারটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজেই ই-বুক, ই-জার্নাল, বিবিলোগ্রাফিক ডাটাবেজ, ই-নিউজপেপার ইত্যাদি পড়তে পারবে। এছাড়া বিশ্বের বড় বড় লাইব্রেরির সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরির গ্রাহকবৃন্দ এই ই-রিসোর্সেস সেন্টারের মাধ্যমে যুক্ত হতে পারবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ৩০টি কম্পিউটার দিয়ে ই-রিসোর্সটি উদ্বোধন হলেও শীঘ্রই এর কলেবর বৃদ্ধি পাবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।