Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ সভা এবং শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ
Sunday, 24-September-2023 [01:09:17]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি, অভিবাবক প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি এবং সুধীজনদের নিয়ে হয়ে গেলো “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের (স্টেকহোল্ডারগণের) অংশগ্রহণ” শিরোনামে অংশগ্রহণ সভা। ২৩ সেপ্টেম্বর (শনিবার) বিকালে চলতি অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) টিমের ফোকাল পয়েন্ট ড. মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নৈতিকতা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, একই কমিটির ফোকাল পয়েন্ট মোঃ আব্দুল আউয়াল, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিল হাজেরা বেগম, অভিবাবকদের প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন ও মোহাম্মদ হোসাইন, সাংবাদিক প্রতিনিধি জাগোনিউজ এর সিলেট ব্যুরো মোঃ ছামির মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ছাত্র প্রতিনিধিবৃন্দ, এপিএর বিভিন্ন শাখার ফোকাল পয়েন্টবৃন্দ, বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ প্রমুখ। 

এদিকে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আইকিউএসি’র ব্যবস্থাপনায় এবং জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা কমিটির বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণের জন্য শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। উদ্বোধন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার। উল্লেখ্য দিনব্যাপী এই প্রশিক্ষণটি পরিচালনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিএ এর ফোকাল পয়েন্ট মোহাম্মদ আবু আল বাশার।