Upcoming Conference/Events

Pages

News

News Details
শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছেন সিকৃবির ভাইস চ্যান্সেলর
Thursday, 05-October-2023 [02:10:58]

বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সকল শিক্ষকদের শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, “সমগ্র পৃথিবী জুড়েই শিক্ষকরাই যুগে যুগে সাধারণ মানুষের জীবনে আলোকবর্তিকা হয়ে এসে সভ্যতা বিকাশের চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি শিক্ষক সমাজের সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি।” শিক্ষকতাকে মহান পেশা উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, “পৃথিবী প্রতিদিন বদলায়, সে বদলের ধারাবাহিক প্রক্রিয়াটি কোন না কোন শিক্ষকদের মাধ্যমেই সম্ভব হচ্ছে। তাদের উদ্ভাবনী জ্ঞান ও মানুষ গড়ার নিরলস পরিশ্রমের ফলে শিক্ষিত জাতি তৈরি হয়।” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসা করে ভাইস চ্যান্সেলর বলেন, “আমাদের শিক্ষকরা শুধু শিক্ষাবিদ নন; তাঁরা পরামর্শদাতা, প্রেরণাদাতা এবং আজীবন বিজ্ঞানী। তাঁরা বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে কৌত‚হলের শিখা এবং সৃজনশীলতার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিচ্ছেন। ” নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে প্রফেসর জামাল বলেন, “ক্লাসরুম আমি দারুন উপভোগ করি। বহুদিন পর পুরনো কোন শিক্ষার্র্থীর সাথে দেখা হলে তারা আমাকে যে সম্মান দেখায়, আপন করে কথা বলে, তখন মনে হয় শিক্ষকতা পেশায় আসা সার্থক হয়েছে।” তবে তিনি শিক্ষকদের আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে বলেন, “প্রতিদিন শিক্ষকদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বিজ্ঞানে উন্নতির সাথে সাথে নিত্য নতুন প্রযুক্তির ছড়াছড়ি চারদিকে। পাঠদানের সুবিধার্থে শিক্ষকরা যাতে প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ব করতে পারে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষকদের জন্য আরো আনন্দদায়ক করে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষকরা নির্বিঘেœ তাদের দায়িত্ব পালন করে যেতে পারেন।” শিক্ষকদের তিনি আরো জ্ঞানপিপাসু হবার অনুরোধ করেছেন এবং লেখালেখি ও গবেষণায় আরো মনযোগী হবার আহŸান জানিয়েছেন। সম্প্রতি পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়া ফরাসি শিক্ষক ও ফরাসি বিজ্ঞানী অ্যান হুইলিয়ারের প্রসঙ্গ টেনে প্রফেসর জামাল বলেন, “একজন শিক্ষকের কাছে তাঁর দায়িত্ব সবার আগে। পৃথিবীর সর্বোচ্চ সম্মানের পুরষ্কারের চেয়ে তার কাছে নিজের ক্লাসের শিক্ষার্থীরা বেশি গুরুত্বপূর্ণ। এই কর্তব্যপরায়নতা একজন শিক্ষককে আরো মহান করেছে।” উল্লেখ্য নোবেল পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য নোবেল কমিটি থেকে অ্যান হুইলিয়ারকে ফোন দেয়ার সময় ক্লাস নিতে ব্যস্ত ছিলেন তিনি। একাধিকবার ফোন দিয়েও তাঁকে পায়নি নোবেল কমিটি। ক্লাস চলাকালে ফোন ধরেননি তিনি। তবে ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন। নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান হুইলিয়ারের কাছ থেকে সময় চান। অ্যান তাঁকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’