News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ হয়েছে। এর মধ্য থেকে ৩০ জন কর্মচারীকে নিয়োগের পর দিন থেকেই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার “ই-অফিস ম্যানেজম্যান্ট” শিরোনামে ১৫ দিন প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। ৩০ নভেম্বর বেলা ১২ টায় এই সমাপনী অনুষ্ঠান লাইব্রেরি ভবনের ২য় তলায় ই-রিসোর্সেস সেন্টারে অনুষ্ঠিত হয়। আইসিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্তে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। আইসিটি শাখার সিনিয়র এসিসট্যান্ট হার্ডওয়ার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান টুলটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহŸায়ক প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুল ইসলাম, লাইব্রেরিয়ান সুবীর কুমার পাল, পরিষদ শাখার উপ-পরিচালক ড. সালাহ্ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে একজন কর্মচারী তার প্রশিক্ষণকালীন অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ জামাল উদ্দিন তাঁর বক্তৃতায় বলেন, “প্রতিটি প্রশিক্ষণের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তোলাই আমাদের লক্ষ, কারণ এর মাধ্যমে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত দপ্তর যেমন উপকৃত হয় তেমনি বিশ্ববিদ্যালয়ের মানও বৃদ্ধি পায়।” ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেলের তত্ত¡াবধানে গত ১৫ নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। কয়েকজন দক্ষ প্রশিক্ষকের পরিচালনায় কর্মচারীরা এই প্রশিক্ষণটি অর্জন করেছেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা নিজেও “গুড গভার্নেন্স” বিষয়ে গত ২৮ নভেম্বর একটি সেশন পরিচালনা করেছিলেন।