Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফট্ওয়্যার বিষয়ক প্রশিক্ষণ
Monday, 25-December-2023 [09:12:00]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফ্টওয়্যার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এশ্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. পীযুশ কান্তি সরকারের সভাপতিত্ত্বে এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির ফোকাল পয়েন্ট ড অশোক বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রক্টর এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান । পরে উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রশিক্ষণটিতে  রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছেন সিলেট জেলা পরিষদের, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন।