News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) ২০২৪ মেয়াদী নতুন কমিটির নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধানিবেদন করেন। বৃহস্পতিবার ০৪ জানুয়ারি শ্রদ্ধানিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান। এসময় গশিপের সভাপতি প্রফেসর ড. মৃতুঞ্জয় কুন্ডু, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।