Upcoming Conference/Events

Pages

News

News Details
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা সিকৃবি ভিসির
Tuesday, 09-January-2024 [11:01:28]

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে ৭ জানুয়ারি ২০২৪ একটি অংশগ্রহণমূলক ও দেশ বিদেশে গ্রহণযোগ্য বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করে ৫ম বারের মতো সরকার গঠন করতে যাওয়ায় আমার ব্যক্তিগত ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। একটি সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় সর্বমহলে আপনার সরকার প্রসংশিত হয়েছে। সেইসাথে আপনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা ও গবেষণায় অধিকতর অগ্রাধিকারসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই ও গুনগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। একটি সুখি সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আপনার সরকারের ভূমিকা বিশে^র দরবারে প্রতিবারের ন্যায় প্রশংসিত হবে বলে প্রত্যাশা রাখি।