Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবি-তে নতুন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) এবং প্রক্টর
Sunday, 24-March-2024 [08:03:00]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নতুন পরিচালক এবং প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম নতুন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পেয়েছেন। পাশাপাশি নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণি পুষ্টি বিভাগের প্রফেসর ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ। নতুন পরিচালক প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম, “এখানে যাতে শিক্ষার একটা পরিবেশ গড়ে উঠে তার জন্য আমি কাজ করবো। সবার আগে শিক্ষার্থীরা যাতে পড়াশোনার প্রতি মনযোগী হয় এবং খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মতো সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সে ব্যবস্থা করবো। অসাম্প্রদায়িক ও স্মার্ট চিন্তা-চেতনার শিক্ষার্থী গড়ে তোলাই আমার লক্ষ্য। এদিকে নতুন প্রক্টর প্রফেসর ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ বলেন, “এই ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থী তাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখবো। পাশাপাশি তাদেরও প্রতিষ্ঠানের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। সব মিলিয়ে শৃঙ্খলা ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করে যাবো।” তিনি সিকৃবির শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য প্রক্টর প্রফেসর ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ নিজেই ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী, তিনি ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ৯ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।