Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবি ভিসি হিসেবে ড. আলিমুল ইসলামের যোগদান
Saturday, 26-October-2024 [12:10:23]

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সপ্তম   ভাইস চ্যান্সেলর হিসেবে রবিবার (২০ অক্টোবর) যোগদান করেছেন।   

সম্প্রতি  রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর  ড. আলিমুল ইসলামকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয় । 

ড. ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও লাভ করেন। এরপর জাপানের নাগাসাকির ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে পোস্ট ডক্টরেট করেন। 

যোগদান শেষে তিনি সিকৃবিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।