News
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি সিরাজিয়া উচ্চ বিদ্যালয় এবং এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের ১৯৭৬ ব্যাচের মেধাবী ছাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সিরাজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন খানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দিলীপ কুমার রায়,মিন্টু কুমার ঘোষ,আবু বকর সিদ্দিক প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্যে ড.আলিমুল ইসলাম ছাত্র - ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহবান জানান। এসময় তিনি বলেন নিজেকে সঠিক ভাবে গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই। যে জাতি যত মেধাবী সে জাতি তত উন্নত।