Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ফুটবল সুপারলীগ অনুষ্ঠিত
Monday, 25-November-2024 [11:11:19]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়য়ের (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে মাৎস্য বিজ্ঞান অনুষদ ফুটবল সুপারলীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১০ দিন ব্যাপি অনুষ্ঠিত টুর্নামেন্টে মাৎস্য বিজ্ঞান অনুষদের ৫টি দল অংশগ্রহণ করে। ২৫ নভেম্বর  (সোমবার) টুর্নামেন্টের ফাইনালে ১৩তম ব্যাচকে হারিয়ে ১৫তম ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ  প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন ছাত্র ছাত্রীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এসময় তিনি ছাত্র ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য মাৎস্য বিজ্ঞান অনুষদের অয়োজনে ফুটবল সুপারলীগের এবার অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে।