News
আনন্দঘন পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল - ১,সেমিস্টার -১) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায় আজ ৯ ডিসেম্বর (সোমবার) থেকে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে । এদিকে ভর্তি কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের লক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন সিকৃবি'র ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
উল্লেখ্য, এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।