Upcoming Conference/Events

Pages

News

News Details
শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে - সিকৃবি ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম
Friday, 13-December-2024 [12:12:27]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের(সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমন্ডলের সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তিতে  সমৃদ্ধ হওয়ার আহবান জানান। 


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় গ্রন্থাগারের তত্ত্বাবধানে পরিচালিত এসএইউ  ইনস্টিটিউশনাল রিপোজিটরি (SAU IR) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক সুবীর কুমার পালের সভাপতিত্বে  সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  মো: আলিমুল ইসলাম।  এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন অনুষদীয় ডিনবৃন্দ,পরিচালকবৃন্দ ও লাইব্রেরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  এই সফটওয়্যার উদ্বোধনের ফলে  ডিজিটাল আর্কাইভের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনাগুলির সহজলভ্যতা  এবং প্রভাব বৃদ্ধি পাবে। পাশাপাশি সংরক্ষণাগারটিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঠ্য উপাদান যেমন থিসিস,  ইন্টার্নশিপ রিপোর্ট, জার্নাল, নিবন্ধ, কারিকুলাম , বার্ষিক প্রতিবেদন, একাডেমিক ক্যালেন্ডার, নিউজ ক্লিপিং, সম্মেলনের কার্যপ্রণালী এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউট/গবেষণা কেন্দ্র এবং অন্যান্য অফিসের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণাসমূহ অনলাইনে সংরক্ষিত থাকবে। repository.sau.ac.bd এই ওয়েভ এড্রেস ব্যবহার করে যে কেউ এর সুবিধা নিতে পারবে বলে জানিয়েছেন গ্রন্থাগার সংশ্লিষ্টরা।