Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ - অফিসের নিয়ম ও ব্যবস্থাপনা সকলকে মেনে চলার আহবান সিকৃবি ভিসির
Sunday, 22-December-2024 [10:12:07]

সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেছেন প্রতিষ্ঠানের গতিশীলতা আনতে অফিসের নিয়ম ব্যবস্থাপনা আমাদের মেনে চলতে হবে এসময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজের ভাবতে পারলেই সিকৃবিকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে ২১ ডিসেম্বর (শনিবার) সিকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ”Office Rules And Management” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর . মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর . এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর . .টি.এম. মাহবুব--ইলাহী প্রশিক্ষণ কর্মসূচিতে ”Office Rules And Management” বিষয়ে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের পরিচালক বকুল চন্দ্র রায় দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৮৫ জনের অধিক কর্মচারী অংশগ্রহণ করেন