News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের প্রফেসর ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. জসিম উদ্দিন আহাম্মদের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম ।
এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ড. জসিম উদ্দিনের মা রহিমা বেগম (২৩ ডিসেম্বর ) সোমবার দুপুরে কুমিল্লায় একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তিনি ৪ কন্যা ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। এদিকে প্রফেসর জসিমের মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব ই ইলাহী ।