Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট বিভাগের সর্ববৃহৎ নান্দনিক অডিটোরিয়াম সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়াম
Sunday, 05-January-2025 [09:01:10]

অবশেষে প্রায় একযুগ পর সমাপ্ত হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামের নির্মাণ  কাজ। পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ সূত্রে জানা যায়,    প্রকল্প প্রস্তাব অনুযায়ী ২০১৩ সালে অডিটোরিয়াম ভবন নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও নানাবিধ জটিলতায়  নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা জানান, বর্তমান ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে সমাপ্ত হয়েছে সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়ামের নির্মাণ কাজ। এসময় তারা বর্তমান ভিসি প্রফেসর ড.  মো. আলিমুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিক্ষক ও কর্মকর্তারা বলেন,বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন আধুনিক সুযোগ সুবিধা সংবলিত নান্দনিক অডিটোরিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবধরনের অনুষ্ঠান এখানে পরিচালনার  পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাহিরের যে কোন প্রতিষ্ঠানের বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে। এতে সকলের সময় ও অর্থের সাশ্রয় হবে। 

সিকৃবি ভিসি প্রফেসর ড.  মো. আলিমুল ইসলাম বলেন,  সকলের সহযোগিতায় সিকৃবিতে বৃহত্তর সিলেটের মধ্যে

সর্বাধুনিক অডিটোরিয়াম নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি উল্লেখযোগ্য দাবি পূরণ করা সম্ভব  হয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠান আয়োজনে আর তেমন কোন বেগ পোহাতে  হবে না। 

উল্লেখ্য,প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১১শত আসন বিশিষ্ট নান্দনিক ও আধুনিক  সুযোগ সুবিধা সংবলিত সিকৃবি কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণ শেষে ব্যবহারের জন্য উন্মুক্ত করা  হয়েছে ।