News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সিলেট বিভাগের সর্ববৃহৎ ও নান্দনিক অডিটোরিয়াম
উদ্বোধন করা হয়েছে। বুধবার
(৭ জানুয়ারি) উদ্বোধন করেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত’এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবি ট্রেজারার
প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম,
ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল
ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, প্রক্টর
(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর
ড. মোহাম্মদ কাওছার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সিকৃবি ভিসি প্রফেসর
ড. মো. আলিমুল ইসলাম
বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অনুষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা
সভা, নবীন বরণ অনুষ্ঠান
সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য নবনির্মিত অডিটোরিয়ামে
আসন সংখ্যা রয়েছে ১১’শ। তিনি আরও বলেন, সিকৃবির এই অডিটোরিয়াম
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ। এটির রক্ষণাবেক্ষনের দায়িত্ব সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের। পরিশেষে যারা অডিটোরিয়াম নির্মাণকাজে নিরলস পরিশ্রম করেছেন
তাদের সবাইকে ধন্যবাদ জানান।