News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ের
(সিকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর
উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস
অনুষদের সম্মেলন কক্ষে “AN
ORIENTATION PROGRAM OF OBE FOR LEVEL-1 SEMESTER-1 STUDENTS OF SAU”
শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব—ই—ইলাহী। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল
আমিনের সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর
ড. এম. রাশেদ হাসনাতের
সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের
আহবায়ক
প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ছাত্র
পরামর্শ ও নির্দেশনা দপ্তরের
পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল
হক, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম
উদ্দিন আহাম্মদ। প্রশিক্ষণ কর্মসূচিতে
“OBE” বিষয়ে
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির
ভিসি প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। দিন
ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন
শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।