Upcoming Conference/Events

Pages

News

News Details
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিকৃবি’র ভিসি - চাপে থেকেও মানবজমিন সত্য প্রকাশে অটল ছিল
Wednesday, 19-February-2025 [11:02:02]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন- কঠিন সময়ে চাপে থেকেও মানবজমিন সত্য প্রকাশে অটল ছিল। মানুষের পক্ষে অবিরাম সংগ্রাম চালিয়ে গেছে। গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানবজমিন’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি বলেন- সিলেটের মানুষের পাশে সব সময় আছে মানবজমিন। আগামী সিলেটের কৃষি উন্নয়নে এ পত্রিকা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মানবজমিন পাঠক ফোরামের সদস্য সচিব কৃষিবিদ মো. মনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মানবজমিন’র সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু। বক্তব্য রাখেন- মানবজমিন পাঠক ফোরামের আহবায়ক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: এমদাদুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, ওল্ডহাম বিএনপি’র সভাপতি ও ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন, মানবজমিন’র এজেন্ট আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী ইসমাইল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক প্রফেসর ড. মো, মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মো. ওমর শরীফ, পিএসটু ভাইস চ্যান্সেলর মো. বাশির উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ্‌ আল মামুন।