Upcoming Conference/Events

Pages

News

News Details
ড. মোঃ মাহফুজুর রবের মৃত্যু দাবীর পাঁচ লক্ষ টাকার চেক হস্তান্তর
Thursday, 20-February-2025 [02:02:30]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী  প্রফেসর  . মোঃ মাহফুজুর রবের অকাল মৃত্যুতে (৩৬ বছর) মৃত্যু দাবীর পাঁচ লক্ষ টাকার  চেক হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নিকট চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানীর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রকল্প প্রধান আইপিএল পদ্মা মো: সালাউদ্দিন আকবর এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন  সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিচালক (অর্থ ও হিসাব)  প্রফেসর ড. মো: রুহুল আমিন,অতিরিক্ত পরিচালক ( ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর  ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুল কাদের জিলানী প্রমুখ।

উল্লেখ্য গত ১০ ডিসেম্বর সাউথ চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপরত অবস্থায় . মো. মাহফুজুর রব মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চীনের গুয়াংজু  হাসপাতালে ভর্তি হন।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৪ ডিসেম্বর সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।