Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ
Thursday, 20-February-2025 [08:02:08]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় অডিটরিয়ামের মুক্তমঞ্চে পাঠশালা একুশের শিক্ষার্থী ছিন্নমূল পথশিশুদেরকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রূপালী ব্যাংকের সহযোগীতায় শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।  জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনের সঞ্চালনায় এবং সাউরেসের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মনোয়ারুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পি এল সি, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সালামুন নেছা এবং বিশ্ববিদ্যালয়ের লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন,  ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আমাদের সাধ্য অনুযায়ী হতদরিদ্র, ছিন্নমূল পথশিশুদের শিক্ষাগ্রহণের সুযোগ তৈরী করে দিতে হবে।  তবেই জাতি হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।  তিনি এসময় সকলকে হত দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।