News
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ টি আবাসিক হলের আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
অতিরিক্ত পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে ও পরিচালক (শরীরচর্চা শিক্ষা বিভাগ) মোঃ ছানোয়ার হোসেন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ডঃ মোঃ এমদাদুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন) প্রফেসর ড. মোঃ মাছুদুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মোঃ ওমর শরীফ, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু লেখাপড়ার দিক থেকে এগিয়ে গেলেই হবে না, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে।এসময় তিনি বলেন, মেধা ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।